হাটহাজারী প্রতিনিধি:
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিদেশি পিস্তল, একটি কার্তুজ ও দুটি ম্যাগজিনসহ আবু সালেক (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মধ্যম বুড়িশ্চর তেঁতুল তলাস্থ ভাই ভাই স্টোরের সামনে থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটক আবু সালেক বুড়িশ্চর ইউনিয়নের ভরা পুকুর পাড় এলাকার আবুল হাসেমের ছেলে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় র্যাব ৭ এর ডিএডি মো. ফজলুল হক অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে আবু সালেককে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল ও একটি কার্তুজ ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে রাত ৩টায় তাকে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭। ১২ আশ্বিন ১৪২৪