Home / টপ নিউজ / চট্টগ্রামে অগ্নিকান্ডে মা-মেয়ে নিহত

চট্টগ্রামে অগ্নিকান্ডে মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ইপিজেড থানাধীন কলসী দিঘীর পাড়ের রেল লাইন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা–মেয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মা–ফাতেমা (৩০), মেয়ে–মারজানা (৪)। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। অগ্নিকান্ডের সময় ঘরে বন্ধি অবস্থায় মা-মেয়ে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বলে বন্দর থানা সূত্রে এবং কলসী দিঘী পুলিশ ফাড়ির ইনচার্জ জানিয়েছেন ।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদস্থ কন্ট্রোল রুমের অফিসার লিটন বড়ুয়া জানান, ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বস্তিতে আগুন লাগলে খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, ইপিজেডসহ ৩টি ষ্টেশন থেকে ৯টি গাড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় বস্তির দুই বাসিন্দা পুড়ে মারা যান। এদের মধ্যে একটি শিশু রয়েছে। তারা মা ও মেয়ে বলে জানান এ ফায়ার কর্মকর্তা।

এদিকে স্থানীয় সুত্রে জানাগেছে, আগুনে অন্তত ২০ জনের মত আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকবর নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় ৪/৫ ঘন্টার আগুনে বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এছাড়া ১২টি বিভিন্ন দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিস দাবী করেছে, আগুনে ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি এবং ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করেছে তারা।

 আরডি/ ১১ সেপ্টেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...