চট্টগ্রাম, ১৯ মে (অনলাইনবার্তা): চট্টগ্রাম শহরের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের গুদামে লাগা আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. মাজহারুল ইসলাম (২০) নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে খুলশী ৮ নম্বর সড়কের হাকিম অ্যান্ড সন্স নামে ওই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।
খুলশী থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, “প্রতিষ্ঠানটি ঠিকাদারির পাশাপাশি নির্মাণ শ্রমিকও সরবরাহ করত। আগুনে পুড়ে যাওয়া কক্ষটিতে তারা রড ও সিমেন্টসহ বিভিন্ন ধরনের মালামাল রাখত।
“মাজহারুল রাতে ওই কক্ষে ছিলেন। আগুনে তার শরীর পুরো পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল কালাম বলেন, “অনেকে বলেছে, কক্ষটিতে রাত সোয়া ১২টার দিকে আগুন লাগে। কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে রাত পৌনে ২টার দিকে।”
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনে লাশটি উদ্ধার করে বলে জানান তিনি।