Home / আধ্যাত্মিক / চট্টগ্রামে ঈদের জামাত কখন, কোথায়

চট্টগ্রামে ঈদের জামাত কখন, কোথায়

চট্টগ্রাম, ৩ জুলাই (অনলাইনবার্তা):   নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্র খতিব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর এবং বাংলাদেশ জাতীয় খতিব কাউন্সিলের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী।

একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্র সিনিয়র পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় ঈদ জামাত দুটি অনুষ্ঠিত হবে। সোমবার (৪ জুলাই) ঈদ জামাতের প্রস্তুতি কার্যক্রম সরেজমিন দেখবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ ছাড়া বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত হবে সকাল সাড়ে আটটায়। একই সময়ে লালদীঘি জামে মসজিদের ঈদ জামাতও অনুষ্ঠিত হবে।

জালালাবাদ আরেফিননগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া আটটায়। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে নিজ নিজ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হল কনভেনশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে নয়টায়। এখানে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতের স্থানগুলো হচ্ছে-হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দানসুগন্ধা জামে মসজিদচকবাজার সিটি করপোরেশন জামে মসজিদচট্টগ্রাম শাহি জামে মসজিদকোরবানিগঞ্জ জামে মসজিদবলুয়ারদীঘির পূর্ব পাড়হজরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (র.) মাজারসংলগ্ন ঈদগাহখোশাল শাহ্ ঈদগাহ ময়দানফতেয়াবাদ ঈদগাহ ময়দানশেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দানবদর পীর ঈদগাহ ময়দানহজরত সুলতান বায়েজিদ বোস্তামি (র.) দরগাহ মসজিদ ময়দানবায়েজিদ বোস্তামী (র.) মাজার মসজিদবালুছড়া মসজিদ ঈদগাহ ময়দান,কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজ ময়দানপাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় মাঠচালিতাতলী ঈদগাহ ময়দানওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহি জামে মসজিদ ময়দান,ওয়াজেদিয়া হাই স্কুল মাঠসৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠহাজির পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দানবহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দাননুরজ্জমান নাজির বাড়ি জামে মসজিদবায়তুল ইকরাম জামে মসজিদআল আমিন বারীয়া মাদ্রাসা ময়দানআজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠতৈয়বিয়া জামে মসজিদকাদেরীয়া জামে মসজিদপূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দানগাজী জামে মসজিদ মাইজ পাড়াআমিন কলোনি জুট মিলস মসজিদজাঙ্গালপাড়া শাহি জামে মসজিদজামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদখতিবের হাট জামে মসজিদপূর্ব নাসিরাবাদ শাহি জামে মসজিদবিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানমাদানি শাহ মসজিদনাসিরাবাদ সরকারি স্কুল ময়দানমোহাম্মদপুর মুরাদপুর চত্ত্বরমুরাদপুরস্থ বিশ্বরোড চত্ত্বরভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দানপশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠইস্পাহানি জামে মসজিদনেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দানপাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানকালুরঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দানউত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দানউত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদসাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদবি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দানছদু চৌধুরী বাড়ি জামে মসজিদমোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ,থানা ময়দান ঈদগাহপিএইচ আমিন একাডেমি স্কুল ময়দান ফইল্ল্যাতলী বাজারসরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দানওমর গণি এমইএস কলেজ ময়দানওয়ার্লেস কলোনি পুরাতন জামে মসজিদচানমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাতমেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদরেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানপ্যারেড ময়দানপূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদদেওয়ান বাজার সিএন্ডবি কলোনি জামে মসজিদ ঈদগাহ ময়দানমেডিকেল কলেজ মসজিদ ময়দানদারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দানসুজারমা জামে মসজিদচেয়ারম্যান ঘাটা,বায়তুল মামুর জামে মসজিদমোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দানমিয়াখান নগরমধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দানআবদুল লতিফ হাটমিয়াখান সদর মসজিদবেলাখান সদর মসজিদমিয়াখান নগরআতরজান জামে মসজিদঘাটফরহাদবেগনুর মোহাম্মদ সওদাগর মসজিদ ইসহাকের পোলচারতলা জামে মসজিদলালু মাঝির বাড়ি কোরবাণীগঞ্জমোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদফকির মোহাম্মদ জামে মসজিদমাছুয়া ঝর্ণা লেনরুমঘাটা জামে মসজিদখলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদকাজী সৈয়দ জামে মসজিদসাব এরিয়াএনায়েত বাজার জামে মসজিদরেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদরহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ)খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান,জুনশাহ জামে মসজিদঈদগাহ কারবালার ময়দানকাশেম ভাণ্ডারী জামে মসজিদউত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দানবেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পাশে)আগ্রাবাদ সরকারি কমার্স কলেজ চত্ত্বরখান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদমনছুরাবাদ,  পশ্চিম মাদার বাড়ি আবুল খায়ের মসজিদমাদারবাড়ি পাম্প হাউস জামে মসজিদসদরঘাট মনোহরখালী বন্দর কলোনি ময়দানসিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দানউত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদস্টেশন রোড জুমা মসজিদ ময়দানকলেজিয়েট হাই স্কুল ময়দানহযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দানমাঝিরঘাট শাহ বিবি মসজিদছুফি সোবহান সওদাগর জামে মসজিদ ময়দানপাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠব্রিকফিল্ড রোডসিঅ্যান্ডবিপাথরঘাটা মধু বেপারী জামে মসজিদনজুমিয়া লেইনছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদইকবাল রোডখাতুনগঞ্জ জামে মসজিদ ময়দানফিরিঙ্গি বাজার জামে মসজিদসফরনেছা মসজিদ হালিশহর মুনিরনগরচাক্তাই নয়া মসজিদসুলতান আহমদ জামে মসজিদ চত্ত্বরশমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান খাতুনগঞ্জহযরত মুহাম্মদ আলী শাহ্ (র.) কমপ্লেক্স জামে মসজিদপূর্ব হোসেন আহমদ পাড়াউত্তর পতেঙ্গাখিজির (আ.) জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠহালিশহর বেগমজান হাই স্কুল মাঠদক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দানকাটাখালী আলিশাহ মসজিদ,শেখ আহমদ আলী ফকির বাড়ি মসজিদউত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদপশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দাননুরানী জামে মসজিদদক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদহাজি চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাটকাপাসগোলা সিটি করপোরেশন স্কুল ও কলেজ মাঠমধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসাহালিশহর জরিনা মফজল সিটি করপোরেশন কলেজ ময়দানচট্টেশ্বরী গায়েবী মসজিদ, আমানত খান সড়ক, পাঠানটুলীজামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়হজরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়কপূর্ব বাকলিয়াস্থ গভর্মেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটপাঠানটুলীস্থ আমীর হোসেন দোভাষ সড়ক চত্ত্বরকালামিয়া বাজারস্থ মোর আলী বাপের (দ্বিতল) মসজিদহজরত মুঈনদ্দিন শাহ (র.) মাজার জামে মসজিদআলকরণ ১নং গলিস্থ বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাতআলকরণ মোড়আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমতআলকরণ রোডআবেদীন কলোনি জামে মসজিদ ঈদগাহমদিনা বাজারডিসি রোডপশ্চিম বাকলিয়াবায়তুশ শরফ ধনিয়ালাপাড়াডিটি রোডপাঁচলাইশ ওয়ার্ডস্থ নব-নির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দানচৌধুরী জামে মসজিদলোহার পোলসরাইপাড়াগ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদহাজি গোলাম কাদের চৌধুরী জামে মসজিদহজরত মোহাম্মদ আলী শাহ্ (রা.) জামে মসজিদবারেক নগর জামে মসজিদআলহাজ জাকির কন্ট্রাক্টর জামে মসজিদখেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদহাজি চান্দমিঞা মসজিদহাজি পাড়াপাঁচলাইশজহুর হকার্স মার্কেট সিটি করপোরেশন জামে মসজিদজেএম সেন স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ফিরিঙ্গিবাজারমজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসানূরনগরনতুন মনছুরাবাদ জামে মসজিদউত্তর কাট্টলীমো. হোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদহালিশহর কেন্দ্রীয় জামে মসজিদকাজীর দীঘি জামে মসজিদবিডিআর মাঠহালিশহর আর্টিলারি রোডনূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, মধ্যম শহীদনগর, অক্সিজেন।

x

Check Also

আজ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ ...