নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জলসা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি কফি হাউস থেকে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. ফরহাদ (২১)। তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন বলে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বলেন, বিসমিল্লাহ নামে ওই কফি হাউসের ভেতর থেকে ফরহাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। কেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি রাতে দোকানের ভেতরেই ছিলেন বলে ধারণা করছি।
আরডি/ এসএমএইচ // ৭ আগস্ট ২০১৬।