চট্টগ্রাম প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই লেক থেকে শফিকুল ইসলাম নামে এক বোটচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বরকল উপজেলার সুবলং ঝরনা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম রাঙামাটি পৌর এলাকার ইসলামপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
বরকল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রমিজ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোটচালক শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত দেখা গেছে।
মুক্তা // এসএমএইচ //মে ০২, ২০১৭