Home / জেলা সংবাদ / চট্টগ্রামে গাড়িচাপায় হকার নিহত

চট্টগ্রামে গাড়িচাপায় হকার নিহত

চট্টগ্রাম, ১৪ জুলাই (অনলাইনবার্তা): নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় হিউম্যান হলারের চাপায় এক ভ্রাম্যমাণ হকার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে চান্দগাও থানার ওসি মো. শাহজাহান কবির জানিয়েছেন।

নিহতের নাম মকবুল হোসেন (৫০)। কুমিল্লা জেলার নাঙ্গলকোটের মকবুল থাকতেন কাজির হাট এলাকায় ভাড়া বাসায়।

ওসি শাহজাহান বলেন, মকবুল ভ্রাম্যমান হকার। তিনি রিকশা ভ্যানে করে মালামাল বিক্রি করেন।

“সকালে একটি হিউম্যান হলার তাকে চাপা দেয়।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফাঠানো হয়।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর মকবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মকবুলকে চাপা দেওয়া গাড়ি ও চালককে আটক করা হয়েছে।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...