Home / জেলা সংবাদ / চট্টগ্রামে পবিত্র জুমাতুল বিদা পালিত

চট্টগ্রামে পবিত্র জুমাতুল বিদা পালিত

চট্টগ্রাম, ১ জুলাই (অনলাইনবার্তা): ধর্মীয় মর্যাদায় সারাদেশে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। রোজার ২৫তম দিনে পালিত হলো এবারের জুমাতুল বিদা। এ উপলক্ষে আন্দরকিল্লা জামে মসজিদসহ নগরীর মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি।

রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালিত হয়।

শুক্রবার (১ জুলাই) আন্দরকিল্লা জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। এ জন্য সকাল থেকে মসজিদ ও এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয় ব্যাপক নিরাপত্তা বলয়।

আরবি রমজান মাসের শেষ শুক্রবারে জুমা পরিচিত জুমাতুল বিদা হিসেবে। আজকের জুমায় অংশ নিতে সকাল থেকেই প্রস্তুতি নিয়ে মুসল্লিরা আসতে থাকেন মসজিদে মসজিদে। প্রস্তুতি নেন জুমার নামাজ আদায়ের জন্য।

এমনিতেই সপ্তাহে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এর ওপর রমজানের শেষ জুমা হওয়ায় এই দিনটিকে ফজিলতময় মনে করা হয়। যদিও জুমাতুল বিদার স্বতন্ত্র মর্যাদা ও তাৎপর্য সম্পর্কে হাদিসে তেমন কিছু উল্লেখ নেই।

তবে এ দিনটি রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এবার এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না। সুতরাং এ পুণ্যময় দিনটির যথাযথ সদ্ব্যবহার করা উচিত বলে মনে করেন আলেমরা।

আন্দরকিল্লা জামে মসজিদে দেখা গেছে, আজানের পর পরই মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে সুবিধাজনক জায়গায় বসে পড়েছেন। মুসল্লিদের জন্য চলতে থাকে খুতবাপূর্ব বিশেষ বয়ান।

পরে রহমত, মাগফেরাত ও নাজাতের মাসের শেষ শুক্রবারে নামাজ আদায়ে এক কাতারে দাঁড়ান মুসল্লিরা।

নামাজের পরের মোনাজাতে দু’হাত তুলে আল্লাহর কাছে পাপ থেকে মুক্তি ও ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করেন তারা। রমজানকে বিদায় জানাতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন অনেকেই।দেখা যায়, নামাজ শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মসজিদের বাইরে নামাজ আদায়কারীরা মোনাজাতে অংশ নেন।লাখো মানুষের কান্নার আওয়াজে বায়তুল মোকাররম এলাকায় এক হৃদয়বিদারক অভূতপূবর্ পরিবেশ সৃষ্টি হয়।

জুমাতুল বিদার মধ্য দিয়ে মূলত মাহে রমজানকে বিদায় জানানো হয়। তাৎপর্যপূর্ণ এ দিনটি আল কুদস দিবস হিসাবেও পালিত হয়। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাদ্দাসে ইহুদিদের অবৈধ দখলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন।

জুমাতুল বিদায় আন্দরকিল্লা জামে মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন। একপর্যায়ে মসজিদের ভেতর ভরে গিয়ে অনেকে মসজিদের আঙিনা ও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া রাজধানীসহ সারা দেশে পাড়া-মহল্লার মসজিদগুলোতে বিশেষ দোয়া হয়।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...