চট্টগ্রাম, ১ জুলাই (অনলাইনবার্তা): চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে শুক্রবার বিকেল ৩টার দিকে পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।নিহত ওই তিন বোনের নাম- শাহানাজ (১৬), নাজমা (৬) ও তাজু (৮)। শাহানাজ ১০ম শ্রেণির ছাত্রী।
নিহতের বাবা বাদশাহ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড়ির পুকুরে গোসল করতে নেমে এক বোন পানিতে ডুবে গেলে অপর দুই বোনও তাকে উদ্ধার করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত মরদেহ উদ্ধার করে।