নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় নুরুল আবছার ও আবুল কাশেম নামে দু জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ইয়াবা বহনকারী পিকআপ ভ্যানটিও (চট্টমেট্রো- ন-১১-১১৪০) জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্ক্র্যাপ লোহাবোঝাই পিকআপ ভ্যান থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুজনকে গ্রেফতার করা হয়। তারা আনোয়ারার গহিরা থেকে পিকআপে স্ক্র্যাপ মালামালের ভেতরে করে ইয়াবাগুলো শহরে নিয়ে আসছিল। নগরীতে ইয়াবা পাইকারদের কাছে ইয়াবাগুলো দেয়ার কথা ছিল।
তিনি আরো বলেন ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা তাদের ইয়াবাগুলো দিয়ে নগরীতে পাঠিয়েছিল, সেগুলোর গন্তব্য কোথায় ছিল সে বিষয়ে আমরা তথ্য নেব। ’
আরডি/ এসএমএইচ // ৬ আগস্ট ২০১৬।