চট্টগ্রাম, ৩০ মে (অনলাইনর্বাতা): চট্টগ্রাম মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬৮ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ।
রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন থানায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৮০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৯ জন এবং ওয়ারেন্ট মূলে ৩১ জন আসামি গ্রেফতার করা হয়।
তন্মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৬টি। এছাড়াও নগরীর চান্দগাঁও থানা কর্তৃক ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।