চট্টগ্রাম, ১০ মে (অনলাইনবার্তা): চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার ভোর 8টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম জানান।
নিহতের নাম মো. খোরশেদ (২১)। তিনি ওই অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ।
নজরুল, পুতুলী ও লাভলী নামে আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী বলে সার্জেন্ট জিল্লুর জানিয়েছেন।
তিনি বলেন, শান্তিরহাটের চিলা শাহ মার্কেটের সামনে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটির সঙ্গে পটিয়ামুখী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে চারজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করেছে বলে সার্জেন্ট জিল্লুর জানান।