নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনিতে র্যাবের সাঁড়াশি অভিযান চলছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে এ পর্যন্ত একটি একে-২২ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার করেছে র্যাবের অভিযান দল। তবে এখনো পর্যন্ত কাউকে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি র্যাব।
অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ সাংবাদিকদের জানান, বাস্তুহারা কলোনীতে অভিযান পরিচালনা করছে র্যাবের একটি দল। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করেছে।
আরডি/ ২৭ সেপ্টেম্বর ২০১৬।