চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ইপিজেঢ মোড় এলাকায় বাসের ধাক্কায় মঞ্জুরানী বণিক (৫০) নামে এক নারী পোশাক কর্মী নিহত হয়েছে। রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরানী বণিক সন্দ্বীপ থানাধীন মগধরা গ্রামের মৃত রসরাজ বণিকের স্ত্রী। তিনি ইপিজেডের ইয়ংওয়ান নামক পোশাক কারখানায় কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার এস আই কিশোর মজুমদার জানান, রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই পোশক কর্মী ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// ২১ আগস্ট ২০১৭