চট্টগ্রাম, ১৩ মে (অনলাইনবার্তা): চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিশেষ ক্ষমতা আইনে আটক এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল আলম (৪৪) নামে এই হাজতি মারা যান বলে জানান কারাগারের ডেপুটি জেলার আমিরুল ইসলাম।
“বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গত বছরের ১৯ নভেম্বর থেকে সাইফুল কারাগারে ছিলেন। ১০ মে থেকে অসুস্থ হয়ে তিনি কারা হাসপাতালে ভর্তি ছিলেন।”
লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।