চট্টগ্রাম, ১৬ জুন (অনলাইনবার্তা): মিথ্যা ঘোষণায় আনা চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে র্যাব–৭ এর একটি টিম এ অভিযান চালায়। জব্দ করা বিদেশী সিগারেটের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে প্রাথমিক তথ্যে র্যাব জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দরের ঘটনাস্থল থেকে র্যাব–৭ এর কর্মকর্তা মেজর জাহাঙ্গীর এখবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে বিকেল ৪টার থেকে র্যাব বন্দরের টার্মিনাল ভবনের কাছে একটি কন্টেইনার আটক করে তাতে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। এষনও গণনা চলছে।তবে আমরা ধারণা করছি জব্দ করা এসব সিগারেটের মূল্য আনুমানিক ৫ কোটি টাকা হবে।