চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে র্যাব।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলো মোসা. আরিফা বেগম (৩৫) এবং ছেলে মো. কামাল হোসেন (২০)। তারা কক্সবাজার জেলার রামু উপজেলার জঙ্গলকাটা ঈদঘর গ্রামের মো. সালামের স্ত্রী ও সন্তান।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লাহ জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// ১৭ আগস্ট ২০১৭