চট্টগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রামে ২০ হাজার পিস ইয়াবার একটি চালানসহ নাজিম উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে নগরীর মাদক জোন খ্যাত বরিশাল কলোনির মৃত রমিজ উদ্দিনের ছেলে। আজ সোমবার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে ইয়াবার চালানটিসহ তাকে আটক করে।
এ ব্যাপারে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (মেট্রো) শামীম হোসেন বলেন, দোহাজারী রুটের একটি ট্রেনে করে ইয়াবার চালানটি আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আটক করতে সক্ষম হয়েছি।
তিনি জানান, পেশাদার এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// সোমবার, ৯ অক্টোবর ২০১৭, ২৪ আশ্বিন ১৪২৪