চট্টগ্রাম, ১৫ মে (অনলাইনবার্তা): মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রোববার দুপুরে চবি ১নং মূল ফটকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ পালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের সভাপতিত্বে অক্সিজেন–হাটহাজারী মহাসড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা রণির মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
সমাবেশে রণিকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা জামায়াতের দোষরদের অপসারণ ও বিচার দাবি করেন বক্তারা।
চবি ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল হক রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. সাহেদ সরওয়ার, মো. রাকিব হোছাইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাইদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসাইন, মানবসম্পদ সম্পাদক আলাউদ্দিন আলম, হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিজান প্রমুখ।