Home / টপ নিউজ / চমক নিয়ে অপু বিশ্বাস

চমক নিয়ে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

দেশীয় ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। মার্চেই তার সংবাদ সম্মেলন করার কথা ছিল। কেন তিনি অন্তরালে আছেন এসব নিয়েই গণমাধ্যমের সঙ্গে সামনা সামনি কথা বলবেন জানিয়েছিলেন। তবে নতুন খবর হল এই যে মার্চে সংবাদ সম্মেলন না করলেও এপ্রিল মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন। এ সময় তার আটকে থাকা ছবির শিডিউল দিয়ে কাজ করবেন অপু। শুধু তাই না নতুন ছবিতেও কাজ করবেন অপু। আর বিরতি ভেঙে নতুন লুকে চমক নিয়ে দর্শকদের সামনে আসবেন। এখন সেই প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস।

সাব্বির//এসএমএইচ // এপ্রিল০১২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...