চট্টগ্রাম, ১৪ মে (অনলাইনবার্তা): সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
শনিবার (১৪ মে) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, চার বছর ধরে আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করে আসছি। স্পিকারসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন সময় ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে সংসদে কথা বললেও মানা তা হয়নি। আসন্ন বাজেটে এ দাবি আদায় না হলে সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, গড় আয়ু ৪৫ থেকে বেড়ে ৫০ হলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৫ থেকে বাড়িয়ে ২৭ করা হয়। বর্তমানে গড় আয়ু ৭০ ঊর্ধ্ব হলেও বয়সসীমা বাড়ানোর যৌক্তিক দাবি মানা হচ্ছে না। সমাবেশে বক্তারা গড় আয়ু ও কর্মক্ষমতা বৃদ্ধির যুক্তিতে অবসরের বয়সসীমা বাড়ানোর সমালোচনা করেন।
সমাবেশে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ মানবধিকার ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট কামাল হোসেন, সমন্বয়কারী শারমীন সুলতানা সালমা ও সংগ্রহ বার্তার সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, সহ–সভাপতি জুলফিকার আলী, রকিবুল হাসান, রবিউল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।