Home / টপ নিউজ / চান্দগাঁও-এ হেলে পড়া ভবনের ফ্লোর ভেঙে দিল সিডিএ

চান্দগাঁও-এ হেলে পড়া ভবনের ফ্লোর ভেঙে দিল সিডিএ

চট্টগ্রাম, ১৫ মে (অনলাইনবার্তা): নগরীর চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়ার হেলে পড়া ভবনের অননুমোদিত একটি ফ্লোর রোববার (১৫ মে) বেলা একটার দিকে ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

অভিযানে নেতৃত্ব দেওয়া সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু  বলেন, তালতলের শফি ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সিডিএ

এসময় পাঁচতলার অনুমোদন নিয়ে ছয়তলা করার বিষয়টি ধরা পড়ে

এরপর ভবন মালিককে বর্ধিত অংশ ভেঙে ফেলতে বলা হয়। কিন্তু চার মাসেও না ভাঙায় সিডিএ অভিযান পরিচালনা করেছে

অভিযানে সিডিএর অথরাইজড অফিসার মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার আনোয়ার হোসেন, তানজীব হোসেন চান্দগাঁও থানা পুলিশ সহায়তা দেন

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...