Home / আন্তর্জাতিক / চীনে ভারি বর্ষণে ৮৭ জনের প্রাণহানি

চীনে ভারি বর্ষণে ৮৭ জনের প্রাণহানি

চট্টগ্রাম, ২৩ জুলাই (অনলাইনবার্তা) : চীনে ভারি বর্ষণে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যা ও ভূমিধসে বসতবাড়ি হারিয়েছেন লক্ষাধিক মানুষ।

উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৭২ জন। সেখানে নিখোঁজ রয়েছেন আরও ৭৮ জন। এছাড়া প্রদেশের ৫০ হাজারেরও বেশি বসতবাড়ি ভেসে গেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

হেবেই ছাড়াও উত্তরাঞ্চলীয় হেনান প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত হয়েছেন ১৫ জন। নিখোঁজ রয়েছেন আটজন। এছাড়া সেখানে ঘরবাড়িহারা হয়েছেন অন্তত ৭২ হাজার মানুষ।

টানা ভারি বর্ষণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে চীনের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে। বন্যায় প্রায় দেড় মিলিয়ন হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

x

Check Also

আমি হারলে ধরে নিতে হবে জালিয়াতি হয়েছে : ট্রাম্প

তাকে হারানোর একমাত্র রাস্তা ভোট জালিয়াতি। বিরোধীরা সেই চেষ্টাই করছে- রিপাবলিকানের নির্বাচনী ...