Home / খেলা / চেলসির দিনে সিটি-ম্যানইউ-লিভারপুলের জয়

চেলসির দিনে সিটি-ম্যানইউ-লিভারপুলের জয়

ক্রীড়া ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেই চলেছে চেলসি। বুধবার রাতে সেস ফ্যাব্রেগাসের গোলে সান্ডারল্যান্ডকে পরাজিত করেছে আন্তনিও কোন্তের দল। সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে টানা দশম জয় দিয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখলো ‘দ্য ব্লুজ’রা। চেলসির জয়ের দিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিও।

চেলসিসান্ডারল্যান্ড

সান্ডারল্যান্ডের মাঠে খেলার ৪০তম মিনিটে উইলিয়ানের সঙ্গে ওয়ান টু ওয়ান পাস থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফ্যাব্রেগাস। শেষ পর্যন্ত এ গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

মঙ্গলবার রাতে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল এভারটনের মাঠ থেকে ০-১ গোলের হার নিয়ে বাড়ি ফিরেছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে বুধবার জয় দিয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেল চেলসি।

লিভারপুলমিডলবরো

আগের দিন আর্সেনাল হেরে যাওয়ায় লিভারপুলের সামনে সুযোগ এসেছিল বড় জয় দিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার। মিডলবরোকে ৩-০ গোলে হারিয়ে সেই লক্ষ্যে শতভাগ সফল হলো অল রেডরা। অল রেডদের হয়ে জোড়া গোল করেন অ্যাডাম লালানা। অপর গোলটি আসে ডিভোক ওরিজির পা থেকে।

মানচেস্টার সিটিওয়াটফোর্ড

প্রিমিয়ার লিগে টানা দুই হার; আগের ম্যাচে লেস্টার সিটির কাছে ২-৪ গোলে বিধ্বস্ত। এমন তরতাজা স্মৃতি নিয়েই বুধবার ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে ঘরের মাঠে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের দারুণ জয় দিয়ে ছন্দে ফিরেছে পেপ গার্দিওলার দল। সিটিজেনদের হয়ে একটি করে গোল করে পাবলো জাবালেতা ও দাভিদ সিলভা।

ম্যানচেস্টার ইউনাইটেডক্রিস্টাল প্যালেস

ক্রিস্টাল প্যালেসকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে বাড়ি ফিরেছে হোসে মরিনহোর দল।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের ইনজুরি সময়ে পল পগবার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর খেলার ৬৬তম মিনিটে জেমস ম্যাকআর্থারের গোলে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ইব্রার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

সান্ডারল্যান্ডকে হারিয়ে ১৬ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো চেলসি। সমান ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে সবার তলানিতে রয়েছে সান্ডারল্যান্ড।

এদিকে মিডলবরোকে হারিয়ে ১৬ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনালকে টপকে দ্বিতীয় স্থানে ওঠে এলো লিভারপুল। তৃতীয় স্থানে থাকা গানারদের পয়েন্টও সমান ৩৪। মিলডবরোর অবস্থান ১৭ নম্বরে।

অন্যদিকে ওয়াটফোর্ডকে হারিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চার নম্বরেই রইলো ম্যানচেস্টার সিটি। ২১ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ডের অবস্থান ১১ নম্বরে। দিনের অপর ম্যাচে হাল সিটিকে পরাজিত করা টটেনহ্যাম ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে ছয় নম্বরে।

আরডি/ এসএমএইচ/ ১৫ ডিসেম্বর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...