চট্টগ্রাম, ২ জুন (অনলাইনবার্তা): ২০১৭ সালের ১ জুন থেকে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ ‘এ’তে খেলবে বাংলাদেশ। টাইগারদের গ্রুপে থাকছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচের প্রথম দিনই দ্যা ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।
এবারের অষ্টম আসরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ওভালে। আর ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে লাল–সবুজ জার্সিরা।
১ জুন থেকে শুরু হয়ে ফাইনালের মধ্যে দিয়ে আসরের পর্দা নামবে ১৮ জুন। আসরটিতে আইসিসি ৠাংকিংয়ের সেরা আট দল অংশগ্রহন করছে। ইতিমধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেরা সপ্তম দল হয়ে আসরে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। গত ৩০ সেপ্টেম্বর ২০১৫ সালে সেরা আট দলই এবার সুযোগ পাচ্ছে।
এবারের টুর্নামেন্টটি মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামগুলো হলো, বারমিংহামের এজবাস্টন, কার্ডিফের ওয়েলস স্টেডিয়াম ও লন্ডনের দ্যা ওভাল।
টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলো মূল আয়োজনের ঠিক এক বছর আগে। আর টুর্নামেন্টের মোট আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়ে। গ্রুপ দুটির নাম দেওয়া হয়েছে ‘এ’ ও ‘বি’। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আর সেখান থেকে সেরা দুটি দল সেমিফাইনাল খেলবে।
এ প্রসঙ্গে আইসিসি’র চীফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ছোট একটি ইভেন্ট। যেখানে ক্রিকেটার ও সমর্থকরা বেশ উপভোগ করে থাকেন।’
তিনি আরও বলেন, ‘২০১৭ সালের এটি শুধুমাত্র একটি ওয়ানডে প্রতিযোগিতা নয়, কারণ ২০১৯ সালের বিশ্বকাপে সেরা আট দল ঠিক তিন মাস পরেই বাছাই করা হবে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট।’