Home / জেলা সংবাদ / জঙ্গি দমনে শক্তিশালী হচ্ছে সিএমপির সোয়াত টিম

জঙ্গি দমনে শক্তিশালী হচ্ছে সিএমপির সোয়াত টিম

চট্টগ্রাম, ১৯ জুলাই (অনলাইনবার্তা): জঙ্গি দমনে কার্যকর পদক্ষেপ নিতে শক্তিশালী একটি সোয়াত টিম গঠন করতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপির পাঁচ সদস্যের সোয়াত টিমকে সম্প্রসারিত করে সব মিলিয়ে ২৫ সদস্যের একটি শক্তিশালী সোয়াত টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিএমপির মাসিক অপরাধ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘যে কোনও ধরণের নাশকতা মোকাবেলায় সিএমপির সোয়াত টিমকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২৫ সদস্য বিশিষ্ট এই টিমকে আরো সক্রিয় করা হচ্ছে।সেজন্য পুলিশ সদর দপ্তরে একটি প্রস্তাবনা দেয়া হচ্ছে।

সোয়াতের জন্য বিশেষ গাড়ি, অস্ত্রসহ আনুষাঙ্গিক সব কিছুই পেতে চিঠি দেওয়া হচ্ছে।’এছাড়া সিএমপির সোয়াত টিমের যেসব সদস্য বদলী হয়ে অন্যত্র চলে গেছে তাদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...