চট্টগ্রাম, ২০ মে (অনলাইনবার্তা): ব্লগার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিগত কয়েক বছরে সংঘটিত ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের ছয় সদস্যকে ধরতেই এ সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ মে) ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমের ছয় সদস্যকে ধরতে পুরস্কার ঘোষণা করে পুলিশ।