Home / আধ্যাত্মিক / জুমার নামাজে সারাদেশে একই খুতবার আহ্বান

জুমার নামাজে সারাদেশে একই খুতবার আহ্বান

চট্টগ্রাম, ১৪ জুলাই (অনলাইনবার্তা): দেশের সব মসজিদে শুক্রবারের (জুলাই ১৫) জুমার নামাজে একই খুতবা পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ দপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন  এ তথ্য জানান।

জুমার নামাজে দু’টি খুতবা পাঠ করা হয়। এর দ্বিতীয়টি সকল মসজিদের জন্য একই। প্রথম খুতবাটি ভিন্ন হওয়ায় ইসলামিক ফাউন্ডেশন এই অভিন্ন খুতবাটি পাঠের অনুরোধ জানিয়েছে।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...