নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবি পরিচালিত AT-TAMKINN জঙ্গি সাইটের অ্যাডমিন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির স্লিপার সেলের ৫ সদস্যসহ মোট ৬ জনকে আটক করার কথা জানিয়েছে র্যাব। র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রাহমান। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, জেএমবির অ্যাট-তামকিন নামে একটি ওয়েব সাইট পরিচালিত হতো। এই ওয়েব সাইটে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি নানা তথ্য-উপাত্ত প্রচার করতো। এই অভিযোগে ওয়েব সাইটের অ্যাডমিন ও সহকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আটকদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, আইইডি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আরডি/ এসএমএইচ // ১০ আগস্ট ২০১৬।