চট্টগ্রাম, ১৭ জুন (অনলাইনবার্তা): চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আর সাংবাদিকদের মিলনমেলা ঘটেছে।
শুক্রবার নগরীর সার্কিট হাউসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিনসহ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।