Home / খেলা / টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস ডেস্ক: 

নিজেদের প্রথম ম্যাচটা হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ওভারের নাটকীয়তায় সিলেট সিক্সার্সের বিপক্ষে চার উইকেটে হেরে বসেন ইমরুল-লিটন দাসরা। আর চট্টগ্রাম ভাইকিংস আজ বিপিএলের পঞ্চম আসরে তাদের প্রথম ম্যাচ খেলবে। বোঝাই যাচ্ছে, আজকের ম্যাচটা দুদলের কাছেই দারুণ গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে টস জিতেছেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবি। চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ১৪৫ রান করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মোহাম্মদ নবি ও রশীদ খান।

চিটাগং ভাইকিংস : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, লুক রনকি, মিসবাহ উল হক, সিকান্দার রাজা, দিলশান মুনাবিরা, সোহরাওয়ার্দী শুভ ও লুইস রিস।

কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// মঙ্গলবার নভেম্বর ২০১৭ ২৩ কার্তিক ১৪২৪

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...