ক্রীড়া ডেস্ক :
ভালো খেলেও দীর্ঘদিন ধরে ভুগছিলেন একাদশের জায়গা না পাওয়ার সমস্যায়। আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলেও ছিলেন না তিনি। তবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে ব্যাট-বল হাতে সমান পারফর্ম করছেন নাসির হোসেন। যা চোখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। এবার তিনিই ইঙ্গিত দিলেন নিউজিল্যান্ড সফরে টাইগারদের স্কোয়াডে নাসিরের জায়গা হওয়ার ব্যাপারে।
চলতি বিপিএলে নাসির ছাড়াও দুর্দান্ত পারফর্ম করছেন শাহরিয়ার নাফীস ও মেহেদি হাসান মারুফ। নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার চট্টগ্রামে বললেন, আসন্ন নিউজিল্যান্ডের সফরের আগে নাসিরের সঙ্গে এই দুই ক্রিকেটারও যোগ দিতে পারেন। এজন্য বিষয়ে কোচ, নির্বাচক ও অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে নাকি কথাও হয়েছে বিসিবি সভাপতির।
এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘চলমান বিপিএলের সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্থানীয় ক্রিকেটাররা খুব ভালো করছে। আমাদের তামিম, মুশফিক খুব ভালো খেলছে। সাব্বির আমাদের অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছে। নাসিরও খুব ভালো করছে। পুরোনোদের মধ্যে শাহরিয়ার নাফীস ও মেহেদি মারুফ ভালো করছে।’
তিনি আরো বলেন, ‘বিপিএলে যারা ভালো করছে তাদের কিভাবে এডিশনাল প্লেয়ার হিসেবে যুক্ত করা যায় তা চিন্তা করে আমি দলকে আমার বার্তা দিয়ে দিয়েছি। এ বিষয়ে কোচ, নির্বাচক ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে কথা বলেছি।’
আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগ হয়ে নিউজিল্যান্ড সফরের আগে ১০ দিনের ক্যাম্পের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক সদস্যরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এরইমধ্যে ২২ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত সেই দলে নেই নাসির হোসেন। তবে বিপিএলের পারফর্ম তাকে টাইগার স্কোয়াডে সুযোগ করে দিচ্ছে। নির্বাচকদের কাছ থেকে সুখবরটা হয়ত বিপিএলের পরপর পেতে পারেন তিনি। যা নাজমুল হাসান পাপনের কথায় অনেকটায় স্পষ্ট।
এ নিয়ে পাপন বলেন, ‘কয়েকজনকে স্কোয়াডের সঙ্গে কিভাবে যুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে। এজন্য হয়তো ঘোষিত দলে চেঞ্জও আসতে পারে। তবে এখন ঘোষণা না হলেও আমি নিশ্চিত বিপিএল থেকে এক-দু’জন নিউজিল্যান্ড যাবে।’
আরডি/ এসএমএইচ/ ১৮ নভেম্বর ২০১৬।