চট্টগ্রাম, ১ জুলাই (অনলাইনবার্তা): চলমান ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে উঠলো ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে রবার্ট লেভানোডফস্কির পোল্যান্ডকে পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা।
নির্ধারিত সময়ে এগিয়ে থাকতে পারেনি কোনো দল। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হওয়া ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। ফলে, টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। আর তাতে, নিজেদের তৃতীয় পেনাল্টি শুটআউটের শটে গোল করতে ব্যর্থ হয় পোলিশরা। অপরদিকে, নিজেদের সব শট থেকে গোল করলে ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ চারের টিকিট কাটে পর্তুগাল।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ফ্রান্সের মার্শেইয়ে খেলতে নামে দু’দল। শেষ চারের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মুখোমুখি হয় তারা।
এ ম্যাচে মূলত সমর্থকদের চোখ ছিল পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। সমান আলো ছড়ানো পোল্যান্ডের রবার্ট লেভানোডফস্কির দিকেও তাকিয়ে ছিল বিশ্ব ফুটবল। তবে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোল পাননি রোনালদো। আর নির্ধারিত সময়ে পোলিশদের হয়ে গোল করেন লেভানোডফস্কি। তবে, গোল শোধ করে পর্তুগিজদের ম্যাচে ফেরান রেনাতো সানচেজ।
এর আগে রোনালদো গ্রুপপর্বে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে দলকে বাঁচান। তবে, পোল্যান্ড তারকা লেভানোডফস্কি ২০১২ সালে গ্রিসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে গোল করলেও এরপর আর গোল পাননি বায়ার্ন মিউনিখের এ তারকা।
পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে ১১ ম্যাচে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে নামে রোনালদো বাহিনী। গ্রুপপর্বে তিন ম্যাচেই ড্র করে কোনো রকম শেষ ষোলো নিশ্চিত করা ফিফার আট নম্বর দল পর্তুগালের জালে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বল জড়ান লেভানোডফস্কি। ফলে, ১-০তে লিড নেয় পোলিশরা। দ্বিতীয় মিনিটে গোলমেশিন লেভানোডফস্কিকে গোল করতে সহায়তা করেন কামিল গ্রোসিসকি।