Home / জেলা সংবাদ / ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে ৪ নারী শ্রমিক নিহত

ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে ৪ নারী শ্রমিক নিহত

চট্টগ্রাম, ১৩ জুন (অনলাইনবার্তা): কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর, বিত্তিপাড়া ও লক্ষ্মীপুর থেকে নারী শ্রমিকরা নসিমনে করে ভাদালিয়ায় বিএটিবির কারখানায় যান। তারা নসিমন থেকে নামার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়।

“নসিমন উল্টে ঘটনাস্থলেই একজনের মৃত্যুসহ সাতজন আহত হন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।”

নিহতদের একজনের নাম সুখী (৪৫) বলে জানতে পেরেছে পুলিশ।

আহতদের মধ্যে বুড়ি (৫৫), আলেয়া (৪৫), জোসনা (৫০) ও সুরজানের (৫০) অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানান।

ঘটনার পর ট্রাক আটক করেছে পুলিশ। তবে চালক ও সহকারীকে ধরতে পারেনি।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...