চট্টগ্রাম, ৬ মে (অনলাইনবার্তা): যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে ডনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী আর কেউ রইলো না। মঙ্গলবার ইন্ডিয়ানা প্রাইমারিতে বড় হারের পর টেড ক্রুজ তার সরে দাড়ানোর ঘোষণা দেন। আর চব্বিশ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ান অপর প্রতিদ্বন্দ্বী জন কাশিকও। ফলে ট্রাম্প এখন একাই প্রার্থী। কিন্তু তাতে দলের ভেতরে একটি পরিবর্তন শুরু হয়েছে। দেখা যাচ্ছে ট্রাম্প ক্রেজ এখন কমছে। গুটিকয় লোক ট্রাম্পকে ঘিরে থাকলেও পার্টির অনেকেই বসেছেন ভবিষ্যত নিয়ে বিচার–বিশ্লেষণে।
কিন্তু মনোনয়ন যখন হাতের মুঠোয় তখন বিতর্কিত বিলিয়নিয়ার ব্যবসায়ী প্রার্থী ডনাল্ড ট্রাম্পের হুমকি ধমকি চরমে উঠেছে। ধরেই নিয়েছেন তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররর্তী প্রেসিডেন্ট। আর তা কেবল এক দফার জন্য নয়, পরবর্তী দুই দফা ক্ষমতা তার হাতেই থাকছে।
কেবল যে ডেমোক্র্যাটরাই তার প্রতিপক্ষ তা নয়, নিজের দলেরও অনেককে তিনি শত্রু মনে করছেন আর হুমকি ধমকি দিয়ে চলেছেন। এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দলের সেইসব নেতাদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেনো আগামি আটটি বছর দূরে দূরে থাকে। দুই দফা আমিই ক্ষমতায় থাকছি। আর কিছু কিছু মানুষ রয়েছে, যাদের আমি সত্যিই দেখতে চাই না।
এ থেকে ধরেই নেওয়া যায় আর যাই হোক এবারের নির্বাচনে রিপাকলিকানরা খুব একটা একাট্টা হতে পারছে না। বুধবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের ধোয়াশায় ভরা বিবৃতি অনেকেরই নজর কেড়েছে। বলেছেন, ট্রাম্পের পক্ষে পার্টিকে এক ছাতার নিচে আনা কঠিনই হবে। আর অন্যদিকে সাবেক দুই রিপাবলিকান প্রেসিডেন্ট পিতা–পুত্র জর্জ এইচ ডব্লিউ বুশ ও জর্জ ডব্লিউ বুশ তো প্রকাশ্য ঘোষণাই দিয়ে দিয়েছেন ওভাল অফিসের দখল নিতে ট্রাম্প তাদের পক্ষ থেকে কোনও সহায়তাই পাচ্ছেন না।