Home / টপ নিউজ / ডিজে নার্গিস ফখরি

ডিজে নার্গিস ফখরি

বিনোদন ডেস্ক :

সামর্থ্য ছিল না বলেই পছন্দের বিষয় মিউজিককে দূরে সরিয়ে রাখতে হয়েছিল নার্গিস ফাকরিকে। অর্থনৈতিক টানাপড়েনের মধ্যে দিয়েই বড় হয়েছেন নায়িকা। তাই আলাদা করে গানবাজনার প্রশিক্ষণ নিতে পারেননি তিনি।
প্রথম ছবি ‘রকস্টার’এর পর নার্গিস গিটার শেখা শুরু করেন। যে কোনো বাদ্যযন্ত্রই তার পছন্দের। আর সেগুলো বাজানোর জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন বলে মনে করেন নার্গিস। পরবর্তী ছবি ‘ব্যাঞ্জো’তে ডি জে’র ভূমিকায় দেখা যাবে নার্গিসকে।

 আরডি/ এসএমএইচ // ১১ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...