Home / অর্থ-বাণিজ্য / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন ঈদের আগেই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন ঈদের আগেই

চট্টগ্রাম, ২৭ জুন (অনলাইনবার্তা): ঢাকাচট্টগ্রাম মহাসড়কের চার লেন ঈদের আগেই চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারীতে এই প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের তথ্য জানান

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই এই চার লেন মহাসড়কের উদ্বোধন করবেন। তিনি বলেন, দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে। এখন ঢাকাচট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেয়া সম্ভব হবে বলে আশা করছি

ঢাকাচট্টগ্রাম চারলেনের পাশাপাশি ময়মনসিংহজয়দেবপুর চার লেনের সড়কও একই সময়ে উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরপর আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকাচট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি পর্ব শুরু করব

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...