Home / খেলা / তারপরও প্রথম দিনটা টাইগারদের

তারপরও প্রথম দিনটা টাইগারদের

ক্রীড়া ডেস্ক :

বৃষ্টি বারবার হামলে পড়েছে। খেলা বন্ধ থেকেছে। ওয়েলিংটনের সবুজ উইকেটে এই অবস্থায় প্রথম দিনেই ব্যাট করা কঠিন কাজ। কিন্তু সেই কঠিন পরীক্ষার প্রথম দিন শেষে বাংলাদেশের মুখে হাসি আছে। বৃহস্পতিবার মাত্র ৪০.২ ওভার খেলা হয়েছে। সেখানে আছে তামিম ইকবালের ৫৬ রানের আলো ঝলমলে ইনিংস। প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হক ৬৪ রানে অপরাজিত। সাকিব আল হাসান অপরাজিত ৫ রানে। আলোর স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪। বেসিন রিজার্ভের গ্রিন-টপে এ তো টাইগারদেরই দিন!

আরডি/ এসএমএইচ/ ১২ জানুয়ারি ২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...