নিজস্ব প্রতিবেদক :
সঞ্চারনশীল মেঘমালার কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে উপকূলীয় এলাকা ও চট্টগ্রামসহ দেশের অধিকাংশ স্থানে ভারী বর্ষণ ও পাহাড় ধ্বসের পূর্বাভাষও জারি করা হয়েছে।
রবিবার ভারী বর্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকা বাড়তি জোয়ারে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাষ কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানিয়েছেন, “চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর ও দেশের সকল নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”
“সঞ্চারনশীল মেঘমালার কারণে ভারী বর্ষণ অব্যাহত আছে এবং আজ( রবিবার) সারাদিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে, এতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের আশংকা আছে, উল্রেখ করেন তিনি।
বিশ্বজিত চৌধুরী আরো জানান, “উপকূল ও বিভিন্ন অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস হওয়ার সম্ভাবনা আছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার এবং অনান্য নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।”
এদিকে, সমুদ্রে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতা বেশি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আরডি/ এসএমএইচ // ২১ আগস্ট ২০১৬।