আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ইজমির শহরে একটি আদালত চত্বরে সন্ত্রাসী হামলা ও গাড়িবোমা বিস্ফোরণে বৃহস্পতিবার পুলিশসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দু’জন হামলাকারী ও একজন আদালতকর্মী রয়েছেন।
পুলিশের দাবি, এ ঘটনা কুর্দি জঙ্গিরা ঘটিয়েছে। এর আগে গত রোববার নববর্ষের রাতে ইস্তাম্বুলে নাইটক্লাবে জঙ্গি হামলায় ৩৯ জন নিহত হয়। সপ্তাহ না পেরোতেই তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে এ হামলার ঘটনা ঘটল।
এদিকে ঘটনার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দিয়েছে।
আরডি/ এসএমএইচ/ ৬ জানুয়ারি ২০১৭।