বিনোদন ডেস্ক :
সংগীতশিল্পী অরিনের সম্প্রতি একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানের শিরোনাম ‘তোমারই প্রেমে’। দ্বৈত গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন কাশফি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাফি।
গানের ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে সংগীতশিল্পী অরিন ও রাফি ছাড়াও মডেল হয়েছেন সুস্মিতা টুশি ও জিপো।
‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি পান অরিন। ‘তোমারই প্রেমে’ গানটি নিয়েও বেশ আশাবাদী অরিন। বললেন, ‘দীর্ঘদিন পর একটি ভালো গান করছি। মিউজিক ভিডিওটির নির্মাণও দারুণ হয়েছে। গানের ভিডিওয়ের গল্পটি রোমান্টিক। উপস্থাপনাও ভালো হয়েছে। আশা করছি, সবার মনে গানটি জায়গা করে নেবে।’
গানটির ভিডিও নির্মাতা সৈকত রেজা বলেন, ‘ভিডিওতে দুজন ছেলেমেয়ের গল্প বলার চেষ্টা করেছি। গল্পটা অনেক আবেগপ্রবণ। এ সময়ের ছেলেমেয়ের কথা ভেবে মিউজিক ভিডিওটিও আমরা নির্মাণ করেছি। টুশি ও জিপো দারুণ পারফর্ম করেছে।’
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, “ ‘তোমারই প্রেমে’ গানটি আমার নিজেরও অনেক প্রিয়। সবার মনে গানটি দাগ কাটবে বলেই আমি মনে করছি। কিছুদিন আগে তো মিউজিক ভিডিওটি প্রকাশ পেল। এখন দেখা যাক, কী হয়!”
এসএমএইচ // জানুয়ারি ২৮, ২০১৭