Home / আন্তর্জাতিক / থাইল্যান্ডে বিভিন্ন স্থানে বোমা হামলা, নিহত ৪

থাইল্যান্ডে বিভিন্ন স্থানে বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ৮টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো ও পর্যটন শহর হুয়া হিন রিসোর্টে ২৪ ঘণ্টায় এসব হামলা হয়। খবর মেইল অনলাইনের।

বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে দেশটির সামরিক প্রধান জানিয়েছেন।

এদিকে এএফপির খবরে প্রকাশ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে হুয়া হিনে দুটি বোমা হামলায় এক নারী নিহত হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। হুয়া হিনের প্রধান সুথিপং ক্লাই উদম জানান, শুক্রবার সকালে আরও দুটি বোমা হামলা হয়েছে। হুয়া হিনে মোট চারটি বোমা হামলা হয়েছে।

পর্যটন দ্বীপ ফুকেটে আজ দু’টি ও সুরাত থানি এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের ত্রাং এলাকায় একটি বোমা হামলা হয়।

 আরডি/ এসএমএইচ // ১২ আগস্ট ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...