হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবিণ সাংবাদিক দীন মোহাম্মদ গুরুতর অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। দীন মোহাম্মদ দামুড়হুদা বাজার পাড়ার মৃত্যু নুরবক্সের ছেলে। গতকাল দুপুরে নিজ বাড়ীতে তিনি হঠাৎ বুকের ব্যথা অনুভব কারেন এবং একপর্যায়ে অসুস্থ্ হয়ে পড়েন। এমতাবস্তায় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানান,তিনার হার্টের সমস্যা দেখা দিয়েছে তবে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। চুয়াডাঙ্গার দামুড়হুদা প্রেসক্লাবের প্রেসিডেন্ট হাবিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট -বিডিটুডেইজ-বিডিজার্নালের জেলা প্রতিনিধি-সময়ের সমীকরনের ষ্টাফ রিপোর্টার, কাজলবিদ্যানিকেতনের পরিচালক হাফিজুর রহমান কাজল, সেক্রেটারি এম নুরনবী, সহ সেক্রেটারি শামসুজ্জোহা পলাশসহ সকল সদস্য ও তার পরিবার দীন মোহাম্মদের রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
মুক্তা // এসএমএইচ //মে ০৮ , ২০১৭