Home / অর্থ-বাণিজ্য / দুই কোটি টাকার পণ্য বোঝাই ট্রাক আটক নগরীতে

দুই কোটি টাকার পণ্য বোঝাই ট্রাক আটক নগরীতে

চট্টগ্রাম, ২৭ মে (অনলাইনবার্তা): বন্ড সুবিধার অপব্যবহার করে খোলাবাজারে বিক্রির আশঙ্কায় প্লাস্টিক দানা ও তৈরি পোশাক ভর্তি দু’টি ট্রাক আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাতে চট্টগ্রাম থেকে ট্রাক দু’টি আটক করা হয়। উপ-পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) শামীমুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

 শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দু’টি ট্রাকই ঢাকামুখী ছিল। ঢাকা মেট্টো: ট ১১-১৫৪২ বদ্দরহাট থেকে প্লাস্টিক দানা ও সিলেট মেট্রো: ট ১১-০২৩৮ খাতুনগঞ্জ থেকে তৈরি পোশাক নিয়ে আসছিল।

 বন্ডেড পণ্য প্লাস্টিক দানা বোঝাই ট্রাক রাত দু’টায় ও তৈরি পোশাক বোঝাই ট্রাকটি রাত ৪টায় চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে ঢাকা আসার পথে আটক করা হয়।

 ড. মইনুল খান আরও জানান, দু’টি ট্রাকে দুই কোটি টাকার পণ্য রয়েছে। এসব পণ্য পরিবহনের সময় বৈধ কাগজপত্র ছিল না। ধারণা করা হচ্ছে, শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানি করে বন্ড সুবিধার অপব্যবহার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...