Home / অর্থ-বাণিজ্য / ‘দুদকের একার পক্ষে দুর্র্নীতি বন্ধ করা সম্ভব নয়’

‘দুদকের একার পক্ষে দুর্র্নীতি বন্ধ করা সম্ভব নয়’

চট্টগ্রাম, ২ জুন (অনলাইনবার্তা): দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি একদিনেই শেষ করা যাবে না বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষেও দুর্র্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনগণকে এগিয়ে আসতে হবে।

তিনি বৃহস্পতিবার (২ জুন) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আগামী ১০ বছরে দেশের নেতৃত্বে আসবে এমন যুব ও ছাত্র সমাজের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি করতে হবে। আমাদের সম্পদ হচ্ছে নতুন প্রজন্ম ও জনগণ।  জনগণের শক্তির ওপর কোন শক্তি নেই।তিনি বলেন, প্রথমত শিক্ষা ও স্বাস্থ্যের দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে আসতে চায় দুদক। আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে কার্যক্রম শুরু করা হয়েছে।  তাছাড়া দুদক মানুষের আস্থা অর্জনে চেষ্টা করছে, আর এ কাজটি আমাদেরকেই করতে হবে।

তিনি আরও বলেন, মানুষের চাহিদা এখন অনেক বেশি, দক্ষতার সাথে তাদের চাহিদা পূরণে সরকারি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। তিনি দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবাজদের ঘৃণা এবং তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফীন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।  এতে অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, খুলনা ও বরিশাল বিভাগের  দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...