Home / টপ নিউজ / দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‍তিনি বলেন, নববর্ষের প্রাক্কালে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসী তথা দেশবাসীর চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার হিসেবে দিলাম। হাতিরঝিলের দৃষ্টিনন্দিত এ স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ করে দেবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে গণভবনে হাতিরঝিল সমন্বিত প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ।

হাতিরঝিল সমন্বিত প্রকল্প উদ্বোধন করে তিনি বলেন, এটি নগরবাসীর জন্য আমার নববর্ষের বিশেষ উপহার। এর মাধ্যেমে ঢাকার মানুষের বিনোদনের নতুন স্থান হলো। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ সব কিছু করার সুযোগ পাবে এখানে। তবে সবার কাছে অনুরোধ রইলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিয়ে নজর দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন, যারা মঙ্গল শোভাযাত্রাকে হিন্দুদের সংস্কৃতি বলছে তারা না জেনে বলছেন। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমি সবার কাছে অনুরোধ করব কেউ এটি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। প্রধানমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা একমাত্র উৎসব যেখানে সব ধর্মের লোক সমানভাবে অংশ নেয়। এটি দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে। পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব।

মুক্তা // এসএমএইচ // এপ্রিল ১৩ , ২০১৭

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...