চট্টগ্রাম, ২০ জুন (অনলাইনবার্তা): সপ্তম এশিয়া-ইউরোপ কালচারাল মিনিস্টারস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সোমবার (২০ জুন) রাত পৌনে ১২টার দিকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ২২ থেকে ২৪ জুন দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সফরকালে বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এশিয়া-ইউরোপের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা কার্যক্রম সুদৃঢ় করার জন্য এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে এশিয়া ও ইউরোপসহ বিভিন্ন দেশের সংস্কৃতিমন্ত্রীরা অংশ নেবেন।
সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনোমি’। অতীতের আলোকে বর্তমানে মূল্যায়ন করে ভবিষ্যতে এশিয়া-ইউরোপের দেশসমূহের সাংস্কৃতিক সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করা এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।কোরিয়া সফর শেষে মন্ত্রীর ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।