Home / খেলা / ধোনির মত বায়োপিক বানাবেন না সানিয়া

ধোনির মত বায়োপিক বানাবেন না সানিয়া

ক্রীড়া ডেস্ক :

মহেন্দ্র সিং ধোনি ও সানিয়া মির্জা। দু`জন দুই ভুবনের তারকা। ভারতের গর্বও বটে। ভারতীয় ক্রিকেটে বেশ কিছু কীর্তি রয়েছে ধোনির। জিতেছেন ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপের শিরোপাও। অপরদিকে ভারতের টেনিসকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস তারকা শুনলেই প্রথমে তার নামটা সবার আগে চলে আসবে।

কয়েকদিন আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বায়োপিক ‘এম এস ধোনি-দি আনটোল্ড’-এর নির্মাণের কথা জানিয়েছেন স্বয়ং ধোনিই। বলিউডে এই ধারাবাহিকতায় সানিয়া মির্জার বায়োপিক ভক্তদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু ধোনির পথে হাঁটলেন না সানিয়া। বায়োপিক নির্মাণের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন তিনি।

বিশ্বের এক নম্বর মহিলা ডবলস খেলোয়াড় সানিয়া মির্জা বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমাকে কেউ কেউ এটার (বায়েপিক বানানোর) প্রস্তাব দিয়েছিলেন। আমি এই বিষয়ে তাদের সঙ্গে কথাও বলেছিলাম। কিন্তু, বৃহৎ পরিসরে আমার জীবন দেখানো মনে হয় সম্ভব নয়। কারণ জীবনের সবকিছু সকলের সঙ্গে ভাগ করে নেওয়াটা আমার পক্ষে মুশকিল।’

আরডি/ ৬ নভেম্বর/ ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...