Home / খেলা / ধোনি-কোহলি এবার পরিচিত হতে চান মায়ের নামে

ধোনি-কোহলি এবার পরিচিত হতে চান মায়ের নামে

ক্রীড়া ডেস্ক :

মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নতুন এক পন্থা বেঁছে নিলেন ধোনি-কোহলিরা। এত দিন বাবার নামে পরিচিত হলেও এখন থেকে মায়ের নামে নিজের পরিচিত করবেন ভারতের দুই অধিনায়ক। আর তাই নিজের জার্সির পেছনে নিজের নামের পরিবর্তে লিখে রাখবেন মায়ের নাম।
ধোনির মায়ের নাম দেবকী, তাই ৭ নম্বর জার্সির পেছনে মহেন্দ্র সিং ধোনিকে চিনতে হবে ‘দেবকী’ হিসেবে। আর বিরাট কোহলির ১৮ নং জার্সির পেছনে লেখা হবে মা সরোজের নাম।
হঠাৎ মায়েদের নাম কেন? এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, `এতদিন বাবার পরিচয় ছিল আমাদের পিঠে। কই তখন তো কেউ জানতে চাননি, কেন বাবার পরিচয় পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছি?’`
টেস্ট অধিনায়ক কোহলি বলেন, ‘`এতদিন বাবার নাম উজ্জ্বল করেছি। এখন মায়ের নাম, মায়ের পরিচয় ছড়িতে দিতে চাই।`

আরডি/ ১৭ অক্টোবর ২০১৬

x

Check Also

আরো আট নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই ...