চট্টগ্রাম, ২৯ মে (অনলাইনবার্তা): চট্টগ্রাম নগরীর মাদক সম্রাট হিসেবে পরিচিত কামাল উদ্দিন লিটন (৩৮) ও তার সহযোগি মো.এরশাদকে (৩০) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে এক হাজার দুইশ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ মে) সকালে নগরীর খুলশি থানার পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
নগের গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মো.মোকতার হোসেন জানান, কামাল ও এরশাদ কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীতে পাইকারি ও খুচরা দরে বিক্রি করে। কামাল উদ্দিন লিটন এর আগেও র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়েছিল।